মানুষ যেন কেমন করে ধীরে ধীরে লিলিপুট হয়ে যাচ্ছে
দেখতে যতই লম্বা সৌম্যকান্তি হও না কেন হৃদয়টা এক্কেবারে ক্ষুদ্র
লিলিপুটের মত শরীরে বাসা বেঁধেছে অহংকার।

গতিময় জীবন, মানুষ ছুটছে রকেটের মত -
তপ্ত রোদ্দুরে পুড়ে যাচ্ছে মানুষের রঙিন ক্যানভাস
লিলিপুট জীবনে কতটা দুঃখ ছিল জানি না কিন্তু আধুনিক সভ্য মানুষ বড়ই দুঃখী।

চোরা স্রোতে ভেসে যাচ্ছে মানুষের মেকি অহং
ছোট ছোট সুখে এরা সুখী নয়, আরো চাই আরো সুখ চাই
লোভ লালসায় কুরে কুরে খাচ্ছে প্রতিনিয়ত।

মানুষেরযদি ডানা থাকতো আকাশটাও দখল করে নিত
এই মনুষ্য জীবনের চাওয়া পাওয়ার শেষ নেই
দুচোখে কালো চশমা পরে চক্রান্তের জাল বুনছে সর্বদা।

ভোরের আকাশ জুড়ে শুরু হয়েছে রামধনুর অপূর্ব খেলা
শান্ত সরল লিলিপুট জীবনে নেই কোন অহংকারের তকমা
আধুনিক সভ্য মানুষ লিলিপুটের থেকেও ক্ষুদ্র জীবন নিয়ে বেঁচে আছে।

            ********

রচনাকাল  - ০৩/০৪/২০২১