সুন্দরবনে বসত করি
        নদীর ধারে ঘর
           যে কোন সময়ে ভাঙতে পারে
                        আমার সুখের ঘর।

‘আয়লা’ ঝড়ে গেছে আমার
           সব কিছুই চলে
              বসতবাড়ি ডুবছে কেমন
                       'মাতলা' নদীর জলে।

প্রতি বছর নতুন গড়ি
         আমার কুঁড়ে ঘর
             ছেড়ে আমি পারিনে যেতে
                         এটাই সুখের ঘর।

সুন্দরবনে বাঘ কুমিরের
          সঙ্গে লড়াই করি
                নদীর জলে ভেসে ভেসে
                           জীবন বাজি ধরি।

বার মাসেই নদীর জলে
          নৌকাতে মাছ ধরি
              ঝড় তুফানে কাটে জীবন
                        বিধাতার সাথে লড়ি।

         **********