কবিতা  -  সরীসৃপ
*************


পুবের জানালায় উঁকি দেয় ভোরের আলো
পাখির কলরবে জেগে ওঠে শিশুদল
ছন্নছাড়া মেঘ এখনও পিছু ছাড়েনি।


প্রজাপতির ডানায় রোদ মাখছে বিকেল
মানুষ যেন ক্রমশ সরীসৃপ হয়ে যাচ্ছে
পিঠের মেরুদণ্ড বেঁকে মাটিতে মিশছে ।


পেট ভরে দুমুঠো ভাত জোটে না
খন্ড খন্ড সুখ গিলে খায় রাত -
রাত্তির হলেই মানুষের চেহারায় অলীক রূপ নেয়।


বেশির ভাগ মানুষ অভুক্ত থেকে কান্না গিলে ফেলে
সরীসৃপ যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না
সভ্য মানুষের সেই দিন যেন সমাগত।


দুচোখে নামছে ক্ষুধার্ত আঁধার, সামনে কঠিন ভবিষ্যৎ ...
বেঁচে থাকার নূন্যতম অধিকার কোথায়?
কোটি কোটি সরীসৃপে ভরে যাচ্ছে পৃথিবী।


                *********
রচনাকাল  - ০১|০৫|২০২০


*******************
   কবিতা  - পৃথিবী বড় কাঁদছে
*******************


দেওয়ালে জমছে শ্যাওলার আস্তরণ
খসে পড়ছে বিবর্ণ কার্নিস  -
এখানে ওখানে গজিয়ে উঠছে বটের চারা
কত যুগ আগের মন্দির কেউ জানে না।


আধুনিক সভ্যতার এক নগ্ন নিদর্শন
যত্ন নেওয়ার কেউ নেই  -
না কোনো মানুষ, না দেশের কেউ।


ভিতরে আছে ভগ্নপ্রায় বিগ্রহ
দেবতার দরজায় মস্ত বড় তালা ঝুলছে
এতো দুর্দশা দেবতার কেন?


আর এখন তো সব দেবালয়ে তালা -
পৃথিবীর একী দুঃসময় ...
দেবতা ভালো নেই
মানুষ কি ভাবে থাকবে ভালো?


কেউ কিছুই জানছে না -
অথচ শরীরে ঢুকে পড়ছে মারণ ভাইরাস
পৃথিবী বড় কাঁদছে, মানুষও ...


             **********
রচনাকাল  -  ২৯|০৪|২০২০


****************
     কবিতা -  কান্না কথা
****************


বৈশাখ মাসে তীব্র গরম নেই
প্রায় প্রতিদিনই ঝড় বৃষ্টির খেলা
বর্ষার বৃষ্টির মতো খেয়ালী বৈশাখ।


গরমে ঘামছে না, পাখা চলছে না
প্রকৃতির এমন খামখেয়ালি রূপ কেউ কী দেখছো!
সূর্যের তাপে পুড়ে যাচ্ছে সবুজ বনানী
এমনটা দেখতে অভ্যস্ত মানুষ।


আবার বর্ষায় ভিন্ন রূপ প্রকৃতির
নয় অনাবৃষ্টি, নয় অতি বৃষ্টি -
গত বর্ষায় অতি বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের
চাষের জমি সবই জলের তলায় ...


ধান চালের দাম লাগাম ছাড়া
আর এখন, মানুষের হাতে পয়সা নেই
কাজ কারবার সব বন্ধ  -
চোখে সরষে ফুল দেখছে আম জনতা।


কে শুনবে কান্না কথা  -
মন্দির মসজিদ গির্জা সব দেবতার স্থান বন্ধ
হৃদয় দিয়ে দেবতাকে দর্শন করা যায় না
জীবনের মহাকাব্যে একরাশ অন্ধকারময় হতাশা।


              ********
রচনাকাল - ২৯\০৪\২০২০