ঘুড়ি কি চায়!
কিন্তু মানুষ চায়,
তাই ঘুড়ির লড়াই ঘুড়ির সাথেই হয়।

মানুষ কি চায়!
কিছু অমানুষ চায়,
তাই মানুষের লড়াই মানুষের সাথেই হয়।

চিনতে চাই না!
তাই এদের সাথে আজও আমরা
হাটি মিছিলে,বসি ধর্ণায়!