আলোর জ্যোৎস্না গায়ে মেখে
শয্যা পাততে দেখেছি তোমায়
সেই নিশুতি রাতে-
মগ্ন মৌনাক আঁখিতে একাকী।
কেমন যেন মায়াবী-বায়বীয়
লাগছিলো তোমাকে সেদিন
চিত্রকার হলে আঁকতাম
তোমার সেই ছবি!
কিন্তু আমি যে এক অখ্যাত কবি
কি করে আঁকবো তোমার সেই ছবি!
তোমার রূপের সেই প্রতিবিম্বতা
চেতনার ধমনীতে জ্বেলেছিলো শিহরণ
হিমঝরা হেমন্তের রাতে-
জেগেছিলো সাধ,সাধের শরীরটার
ভালোবাসার ভেলায় চড়ে
তোমার কাছে যেতে;
অবশ্য দোদুল্যমান ভাবনায়
ভীত হয়েছি শেষে,
সরল দোলকের ন্যায় এসেছি ফিরে।
তোমার সেই রূপালি হাসির চাহনি
মোর হৃদয়ের দ্বারে দিয়েছে চুমি
ভালোলাগার আলিম্পন,ভরেছে
হৃদয় কুপায়ের কানাই কানাই
সেই সুখ স্মৃতি এনেছি বয়ে
পরাণ খেয়ায়-
রেখেছি তারে সযত্নে,হৃদয়ের তাকে।