কবিতাঃ- ছলনাময়ী
কবিঃ- অবিরুদ্ধ মোহাম্মদ  
তারিখঃ- ১৫/০৪/২০


“””””””””””””””””””””””””””””””””””””””””””””
সখী, এখন নৃত্য বাসর সাজাও তুমি নতুন আয়োজনে
জানি, তোমার সুখের দিনে আমার কথা পড়ে না আর মনে
এখন আছ তুমি যে রাণীর মতন
দাস দাসীর পাও কতই না যতন
আমার প্রেমেরই মালা যায় ছিঁড়ে যায় করুন অভিমানে।।


তোমার আমার প্রথম দেখা প্রথম আলাপনে
আমার হৃদয়ের বাঁধন বেধেছিলে তোমার হৃদয় সনে,
সখী, আমি কি আর জানতাম তখন
দেখিয়েছিলে তুমি সেই মিথ্যে স্বপন?
সুখের নেশায় আমায় তুমি ছেড়ে দিলে দূর গহীন বনে!  


সখী, তবু তুমি থাকো সুখে রাজ মহলের কোণে
আমার হৃদয় যাক ভেসে যাক ব্যথায় সংগোপনে
সেথায় মিথ্যে দিয়ে তুমি হইলে জয়ী
তবুও হও সুখী তুমি ছলনাময়ী
আজ ক্রোধে আমার চিত্ত জ্বলে তোমার অপমানে।।