আমি দলছুট এক ছেলে
তোমাদের সাথে গেলে, আমি এলেবেলে
সমাজের বোঝা আমি, গন্ধহীন ধুপ!
আধারে আড়ষ্ট চেতন আমি নিশ্চুপ,
তোমাদের সোনা লো আলোর ঝাড়বাতি
কত মেডেল-নোবেল কত আনে খ্যাতি
আমার প্রতিভা যে অবহেলায় মরে
আমি কালো মেঘ, থাকি পড়ে অন্ধকারে।


যদিও আমার দুঃখ-সুখ তোমাদেরই মতন
আমিও পারি জ্বালাতে আলো, পেলে একটু যতন
সোহাগে মমত্বে দেখো, আমিও কি কম?
নিবিড় সেবায় যত্নে আমিও সক্ষম
আমি দলছুট, তবু আমি ফেলনা তো নই!
আমিও করবো জয়, করবো জয় একদিন নিশ্চই।।


"সহমর্মিতার সংবেদন"


  I am a odd boy
- Obiruddha mahmud
............................................
I am a odd boy
When I go with you, I am petty
I am the burden of society, odorless incense!
I am silent in the consciousness,
Your child is a lamp of chandelier
How many medals-Nobel brings how much fame
My talent dies of neglect, quietly
I am a dark cloud, I live in darkness.


Although my happiness and sorrows are the same as yours
I can also light up, if I get a little care
look In the eyes of mercy in love, what am I less?
With intensive care I can too
I'm a odd, but I'm not loser!
I will win too, I will win one day for sure.


"সহমর্মিতার সংবেদন"