তোমাকে হারাতে দিলে
কষ্টের আখড়া হবে বুকের বাঁ পাশ
বুকের কষ্টে তখন নষ্ট হবে মন
নষ্ট মন গিলে খাবে সারল্য বিবেক
বিবেকহীন পৃথিবী ভরে যাবে পাপে
পাপ হলে পাপী হব
পাপী হলে নষ্ট হব
নষ্ট হলে নির্বাসনে চলে যাবে অযুত সময়
সময়টা চলে গেলে আর তো পাবো না
তাই হৃদয় ডোরে বাঁধবো তোমায় হারাতে দেব না।  


তোমাকে হারাতে দিলে
ফুটবে না আর ফুল
রক্তকাঞ্চন, মহুয়া, মণিমালা, পলাশ-শিমুল;
ফুল যদি নাই ফোটে বনে
ভ্রমর গায়বে কি গান তাহার গুঞ্জরণে?
গানহীন বসন্ত হারাবে তার রূপের বসন
আধো রাতে বইবে না আর সুবাস সমীরণ
ষোড়শী গাঁথবে না আর বকুলের মালা
স্বপ্নচারি খুলবে না আর দক্ষিণের বাতায়ন,
বেদনা জমে যাবে রুদ্র পলাশের শাখায় শাখায়
কাঁদবে গোপন হিয়া প্রজাপতির নীরব পাখায়,
মায়া হীন হয়ে ফাগুনের রাত যাবে বয়ে বয়ে;
এমন মায়া বসন্ত চলে গেলে আর তো পাবো না
তাই হৃদয় ডোরে বাঁধবো তোমায় হারাতে দেব না।