বন্দি জীবন- আলসে সময়
দুর্ভাবনা আনে,
গল্প গুজব, অট্টহাসি,
ব্যস্ত সময় পানে।


নিত্য দিনের নিয়ম মেনে
কর্মে থাকা ভালো,
হয়তো কিছু স্বস্তি আসা
অন্তঃকরণ আলো।


মিথ্যা প্রচার- শঙ্কা বাড়ায়
সহজ-সরল মনে,
ভিত্তিহীনে কান না দিয়ে
শান্তি আসুক পণে।


মুক্তিদাতা মুক্তি দিয়ে-
সংকট মোচন করে,
ভয়ভীতিও দূরে যাবে
সদ্য আলোয় ভরে।


তাং-০৬/০৪/২০২০ ইং