সেদিন ও ছিল এমনই এক আশ্চর্য রাত কোজাগরী
ধুলো ঝেড়ে তুলে রাখি ইচ্ছা হলে আবার তাকে পড়ি ।


কবেকার সেই ছবি মনে পড়ে যতবার আসে কোজাগরী
প্রথম দেখায় মেয়ে বলেছিল "কাল এসো আমার বাড়ি।"


প্রথম প্রেম যেন কাঁচ সরোবরের জলে এক পদ্মকুঁড়ি ।
মন আনচান, কি হয় কি হয় কাকে বলি এখন কি করি?


মুখ তার ভেসে ওঠে বারবার পাঠ্য বইয়ের পাতায় পাতায়;
কথা বলব কি ভাষায়, ঘন ঘন নিজেকেই দেখি আয়নায়।


সে যেন রয়ে আছে মিশে গেছে সাথে আছে সর্বক্ষণ
বারবার তাল কেটে যায়, ভুল হয়ে যায় স্বরলিপি গান ।


কি যেন ঘোরের ভিতর দিয়ে দিন গড়িয়ে সন্ধ্যা হোল
যেন নিশির ডাকে অভিসারে আল পেড়িয়ে পথ ফুরাল।


কি এক ফুলের সুবাস কাছে ডাকে, চেনাপথ আজ অচেনা
অচেনা শব্দে দেখি লক্ষ্মীপেঁচা এক আকাশে মেলেছে ডানা ।


''এই যে আমি এখানে'' সারা শরীরে তখন বিদ্যুৎ তরঙ্গ
পূর্ণচন্দ্র কোজাগরীর আশ্চর্য আলোতে মেয়ে পোড়ায় অঙ্গ ।