ডাক এসেছে যেতে হবে লড়াইয়ের ময়দানে।
আমিও এক সৈনিক, লড়বো সেনাপতির আহ্ববানে।
যে চোখে বৃষ্টির মতন জল ঝরে চলে অনর্গল ;
যে বুকে আতঙ্ক বয়ে চলে নদির মতন অবিরল ।
যে ছেলেটা প্রেমিকাকে বলেছিল ফিরব তাড়াতাড়ি;
যে পরিবারের কদিন ধরে আখায় চড়েনি হাঁড়ি ।


কিছু মিথ্যে আশ্বাসে ক্রমাগত কান ভারি হয় ;
কিছু গুজবে এখনো মানুষ দিশাহারায় উদাস হয়।


কিছু অন্তিম ইচ্ছা আপন জনের জন্য জমিয়ে রাখছি
কিছু স্বপ্ন রঙ আর তুলি দিয়ে ক্যনভাসে এঁকে চলেছি।
কিছু আগামী দিনের সভ্যতা বীজ বপন করে চলেছি।
কিছু পাগল হাওয়া সাথে নিয়ে দুরন্ত পথ হেঁটে চলেছি ।  
সার্থক জীবন, চরম খিদেয় যদি রুটি যোগাতে পারি;
স্বস্তি পাবোই, যদি মুষড়ে যাওয়া কুঁড়ি ফোটাতে পারি।