বোশেখ দুপুর
বোরহানুল ইসলাম লিটন
==============
ঘুরছে পাখা মাথার উঁচে
নেইকো তাতে স্বস্তি,
থাকতে শুয়ে বিছনা ধুয়ে
যাচ্ছে লেগে অস্থি।
সূর্য যেন করছে খেলা
আগুন নিয়ে সদ্য,
তাপ গরমে মাঠের পশু
মরবে বুঝি অদ্য।
কুকুর বসে জিভ নাচিয়ে
হাঁপছে হয়ে ক্লান্ত,
পুকুর জলে ডুব গোসলে
মহিষ গরু শান্ত।
ঘরের চালে কাক শালিকে
নেইকো আজি যুদ্ধ,
খোকা খুকুর ঘুম পারাতে
মা বুঝি আজ ক্ষুদ্ধ।
গাছের তলে কৃষক বসে
ভাবছে হয়ে মগ্ন,
হুতোম যেন সজনে ডালে
চলছে গুনে লগ্ন।
হন হনিয়ে পথিক চলে
মাথায় নিয়ে বস্তা,
গঞ্জ হাটে সবজি বুঝি
চলছে দামে সস্তা।
আম পেকেছে গাছের ডালে
হলদে হয়ে বর্ন,
ধানের ক্ষেতে চলছে দুলে
স্বপ্নে ভরা স্বর্ণ।।
===============
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৪/০৫/২০২০ইং।
অতি মধুর কবিতা, হৃদয় জুড়িয়ে গেল প্রিয়।
অনেক অনেক শুভকামনা রইল কবি 😍😍
ভালো থাকুন সবসময় প্রিয় কবি
শুভ রাত্রি,ভাল থাকুন,
শুভেচ্ছা জানবেন কবি। ভালো থাকুন
সে প্রকৃতির অবস্থা, সময়ের সুন্দর কাব্যকথা- মুগ্ধ ।
প্রিয়কবিকে মাহে রমজানের শুভকামনা জানাই , ভাল থাকুন সদা ।
শুভকামনা রইল কবি বন্ধু।
শুভেচ্ছা নিরন্তর ii
শুভেচ্ছা অন্তহীন, কবি বন্ধু।
শুভেচ্ছা থাকলো অনেক
ভালো থাকবেন
গ্রীষ্মের দারুন ছবি ফুটিয়ে তুলেছেন।
শুভেচ্ছা জানবেন প্রিয় কবি।।
শুভেচ্ছা রইল
ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন
চোখের উপুড়।
ঘরে থাকুন। ভালো থাকুন।সম্মানিত ও প্রিয় কবিকে জানাই অনেক।
অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
খুব সুন্দর লিখেছেন প্রিয় কবিবর।
সকলকে নিয়ে খুব ভালো থাকবেন।
ভালো থাকবেন
দারুন সুন্দর ছন্দে মুগ্ধ হলাম।
শুভ কামনা রইল প্রিয় কবি।