প্রকৃতির পাতায় পাতায়, কোণে-কোণে ,
জনদ্বারা ক্ষতি অধিক, জ্ঞানে-অজ্ঞানে -
ধরারে এফোঁড় ওফোঁড় করে তোলপাড় ,
জড়-জীবের শান্ত ঘর ,উৎপাতে উজাড় ।
জল-স্থল-মরু, পাহাড়-বন পর্বত, প্রান্তর ,
মেটাতে সুখ অসম্ভব অপচয় যুগ-যুগান্তর ।
ধৈর্য্যধরা মুক-বধির সর্বংসহা, মা বসুমতি ,
অসহনীয় সহ্য গুণ, দয়ালু জননী ভাতি ।
স্নেহে, কোলে পিঠে ধরে রেখেছে মানুষ ,
কণামাত্র প্রতিদানে মায়ের প্রতি না- হুঁশ ।


বিনা করুণায় ‘করোনার’ দেখি জাগরণ ,
বিশ্ব মাঝে, ত্রাহী ত্রাহী জনরব সর্বক্ষণ !
একছত্র অধিকারে মানুষ প্রতিকূলে চলে
নিরীহ নির্দোষ জীব, তাকে মৃত্যু দানে শূলে
মদমত্ত মানুষ দম্ভে সে জ্ঞানবোধ ভোলে ,
আজ মানুষ অসহায়, ভাসে আঁখিজলে ।


(ইং-১১-০৪-২০২০)