আলোই যদি সর্বগুণী হত
জীবনে দুঃখ-ঝঞ্ঝাট উড়ে, সুখ হত আগত ,
ফুটপাথে যারা অসহায় রয় ,
নিয়ন আলোতে ক্ষুধা করিত অবশ্য জয় ।
ভাঙা কুড়েতে শুয়ে শুয়ে ,
রাতে চন্দ্রালোকে গাইত গান হন্যে হয়ে ।


যাদের আছে টাকা খাপছাড়া ,
আঁধারে নেশাভরা চোখে আলো দেখে তারা ।
কতর ঘর আলোতে ঝলমল ,
প্রেমপ্রীতি বিনে বিরহ বেদনায়, আঁখি ছলছল ।
রূপের আলোয় কত পোড়ে ,
সংসারে ঘোরে কত খল- আলোর রূপ ধরে ।


(২০-০২-২০২১)