একদা লুটে-পুটে খাওয়া ভালোবাসত লোকে
হীনমনা দুর্বৃত্ত এ কাজ করিত আসুরিক শখে ,
সে রোগ এখনো ভরা সমাজে, নিঃশেষিত নয়
মানবের মধ্যে যখন তখন সুযোগে উদয় হয় ।


“করোনা” যাবে অচিরে সে, গোটা বিশ্ব থেকে
জ্ঞানী মানুষ তবু হয় না সভ্য এত কিছু শিখে ।
যখন অনাহারে থাকতে রাজি সুকাজে গৃহবন্দী ,
কেন শিক্ষা দেয় না বুঝতে, ঝড়-জল-আন্ধি ?
দেশ-কাজে একডাকে যখন, বারমাস হাজির -
অভুক্তরা নিয়ম মানে, হজমে আঘাত যষ্ঠির  !


এখানে অভিজাত্য-স্বার্থ-শোষণ, এসবের গন্ধ ,
তাই, অবহেলায় পড়ে থাক, গরীব অছুঁত-মন্দ ।
যাঁরা বলেন গরীবের জীবন অবশ্য মঙ্গল চাই ,
অমনি একশ্রেণীর তাঁরা ,হিসাব নেয় পাইপাই ।
শাস্ত্র-ধর্মে ,ইহকাল-পরকাল তার বারতা স্পষ্ট ,
উঠিতে না পারে গরীব, যাঁতাকলে হোক পিষ্ট ।
সুনিয়োজিত শোষণ চক্র ঘোরে যুগ-যুগ ধরে
পুনঃ পুরাতন সে ধারা বহিবে “করোনার” পরে ।


(ইং-১৮-০৪-২০২০)