খবরে ভরা বাজার, সুদূর তার পাড়ি
বাড়াবাড়ি-ফুলঝুরি, হাটে ভাঙে হাঁড়ি ,
দূরদর্শন, খবর কাগজ, ছলিত মগজ -
সাধারণে ধরা নয় ! কোন ভাবে সহজ ।
বোধ-চিন্তার মূলে তার স্বার্থসিদ্ধি বড়ো ,
একশ্রেণী মহাব্যস্ত, প্রসারণে দঢ়ো ।


মানবতার ধ্বংসবীজ মিক্সিতে গুলে
মিষ্টি সিরাপে তা’ পাঠক গলে ঢালে ,
একে তো মহামারি করোনার প্রকোপ
অকাজের খবরে,না আপসোস ক্ষোভ ।
ত্রাহী-ত্রাহী রব ওঠে সকাল- সন্ধ্যা
নিন্দুকের মনোভাব শূন্য প্রেম- বন্ধা ।
আখের গোছাতে কত কুপথ ধরে -
নানা ভেজাল দিয়ে খবর তারা ছাড়ে ।
এমনি জঞ্জালে খবর বিশ্ব সন্দেশ ,
মিথ্যা, কটুতা আর হিংসা বিদ্বেষ ।


(ইং-১৪-০৫-২০২০)