ভাবনার পোষণ অঢেল ঘরে
পড়িলে কেহ মানব কুনজরে
মহান মানব মহান সে শিক্ষা
মানুষ পাবে না জীবন ভিক্ষা ।
যে চায় না । আগে চায়- সেও ;
সর্বদা স্বজাতিকে করে- হেয় ,
যে যেখানেই থাক না কেন
আচার প্রবৃত্তি, অনিষ্টকর যেন ।
অদেখা তার ,অভাব অন্ন-বস্ত্র
আড়ম্বরে, বিধ্বংসী মারণ অস্ত্র ,
দারিদ্র্য-অনটন ক্ষুধা পেটে
শুধু যুদ্ধ-দাঙ্গার ফন্দি আঁটে ।
ফিতুর মস্তিষ্ক , চিন্তা সদাই
সহজে মুফতে যতোটা পাই ,
লুটো পর-সর্বস্ব সম্পদ- ধন
হোক না সরল নিরীহ আপন ।
সুশিক্ষায় চাই নূতন শপথ
করোনা যদিও ক্ষুদ্র আপদ
সে করোনার আক্রমণ অগাধ
বিনা ঔষধে মানুষ খায় মাৎ ।
(ইং-০৭-০৪-২০২০)
*-স্বজাতি > সমগ্র মানব জাতি ।
*-মুফতে > বিনা মূল্যে , সহজে ।
*-ফিতুর > দুষ্ট, চক্রান্ত ।
*-ক্ষুদ্র > সূক্ষ্ম জীবাণু ।