‘করোনা’ সে এলো এখন !
যদিও যাবে... তবু দুষি মনের মতন ,
হিংসা, সে উঁচিয়ে লেলিহান জিভ
আশীবিষসম ঢালে বিষ ক্ষণে ক্ষণ -
বাচ-বিচার নেই তার ভাল-মন্দ মন ।


ঘরে ঘরে রোপিত হিংসার বীজ,
নীরবে ধুঁকে ধুঁকে জ্বালিয়ে মারে,
ভুক্তরা বোঝে তার যন্ত্রণা হাড়ে-হাড়ে ।
প্রতিহিংসায়, জ্ঞানে -অজ্ঞানে
সুযোগ পেলে সে তৎক্ষনাৎ প্রতিশোধ হানে ।
দেখা না শিকার, আবাল-বৃদ্ধ-বনিতা  
বন্ধু-ভাই-ভ্রাতা-, সবার পরে হিংস্রতা ,
এমন কি- দুর্দিনে ঠেলে ফেলায় -
সহগামী এবং বৃদ্ধ মাতাপিতা ।


সদবুদ্ধির দাপটে ‘করোনা’ হবে ধূলিসাৎ -
তাই বলে আদি সৃষ্টির বদ্ধমূল হিংসা,
স্বমূলে কোন দিন যাবে না বাদ !
‘করোনার’ স্বাদ যদিও মারাত্মক তীব্র ,
সহ্য করা কষ্টকর তার আঘাত
হিংসার আস্বাদ মিষ্টি-মধুর -
আগেও মনে পোষা রবে অগাধ ।


(ইং-২৭-০৪-২০২০)