গাছের পাতার
বোঁটায় বোঁটায় শীত
রস টেনে নেয় __
পাতা শুকিয়ে হলুদ!!
খসে পড়ে লাজে!


দুরন্ত বাতাস মাখে
বিন্দু বিন্দু ঘাম,
উত্তেজনায়...
সাগরের তীরে
স্নানের মানুষের ঢল।


সন্ধ্যের মুখে
লাল রোদটুকু মুছে
কালি মাখে আকাশ!
নদী বয় আনন্দে
জীবনের নেশায়...


বহতা নদীটি এক
মানব জমিন,
মুক্তি স্পর্শ খোঁজে ।
পৌষ এসে ডাকে
__'আয়, আয় '...