সাঁঝ দেয়ালে হেলান দিয়ে
শুকতারা মন...
খুলছে কই গৃহস্থ- ঘর?
তুলসীতলায় জ্বলেনি দীপ,
তেল ফুরোলো!
বধূর চোখে আড়াল জল !


বন্ধ উনুন, ভাত ফোটে কি?
চাল বাড়ন্ত!
মরণ এখন দ্বন্দ্বে...
ছোঁয়ায় কিংবা খিদেয়!
প্রজাপতি মন
বন্দী হয়ে শুঁয়োপোকায়!


ভোঁ ভোঁ কানামাছি
যাকে পায়, তাকেই ছোঁয়!
ভীষণ যুদ্ধের মুখোমুখি
জীবন খোঁজে
কোন আহাম্মক !!!
জোনাক বনে গভীর রাত!