লকডাউন বা তালাবন্দী
দুটো একই শব্দ,
বাবা মাকে দেখো, কেমন
হয়েছে আজ জব্দ!  
    
আমায় ছেড়ে প্রতিটাদিন
যেতো কোথায় চলে,  
আমি থাকতাম একা একা
দুঃখ কষ্ট ভুলে।


এখন আমার ভীষণ মজা
পাচ্ছি সদা দুজনে,
হৈ হুল্লোড়েতে কাটছে বেশ
কি আনন্দ এ মনে!
  
আন তো রোজ দিন এটা সেটা
আমায় দিতে সুখ,
লুকিয়ে রাখতাম মনের ব্যথা  
পায়না যাতে দুখ।


হাসি মুখে নিতাম তুলে
যা আন তো ওরা তাই,
বলতাম খুব সুন্দর হয়েছে
আবার আনা চাই-ই-চাই।


ছিলোনা তা মনের চাওয়া
রাখতাম ওদের খুশি,
যাতে ওরা নিজেদেরকে
ভাবেনা কভু দোষী।


এখন আর তো নেই পড়ার চাপ
যখন তখন খেলছি,
মা বাবা দুয়ের মুখে কুলুপ    
হাওয়ায় যেন দুলছি!


কি বলবো করোনা আসায়
হয়নি আমার ক্ষতি,  
মা বাবাকে পাচ্ছি কাছে
পাচ্ছি আদর অতি।  


দুর্গতি আজকে অনেকের
করবো কি আমি শিশু!
রোজ যেন পায় খাবার, বাবা
আমাদের পাগলা বিশু।

শুনি হররোজ আলোচনা
মা আর বাবার মুখে,  
সামনে আসছে কষ্টকর দিন
কাটবে সবার দুখে।


ভাবছি, সরকার সবার টাকায়
বানাক বড়ো ফান্ড,
প্রয়োজনে করুক খরচ
যার যেমন ডিমান্ড!  


খাদ্য বস্ত্র বাসস্থানে
দিক সবার আগে জোর,
তারপর শিক্ষা স্বাস্থ্যতে
শুরু করুক তোড়জোড়।    


সবাই পাক খেতে পড়তে
চাইনা এর বেশি,
সবাই থাকুক শান্তি সুখে
এতেই আমি খুশি।