ছিলো নাতো আগেতে তেমন রোগ জ্বালা
ছিলাম তো সবাই তখন ভালো বেশ,
প্রতিদিন এখন কাটে যে ভয়ে ভয়ে
শরীর মন জুড়ে কি নিদারুণ ক্লেশ!


প্রতিদিনই থাকি ভীষণ চিন্তায়
কি জানি কারোর এই বুঝি কিছু হয়!
এক একটা দিন পেরোলে তবে ভাবি
বেঁচে আছি এ ভবে সত্যই নিশ্চয়!


প্রতিদিন ভাবনারা যে আসে মনেতে
কাল থেকে যে কার আবার কি যে হবে?
বাঁচবোতো আরও কয়েকটা বছর
"ধন ধান্যে পুষ্পে ভরা" সুন্দর ভবে।


মৃত্যু ভয়টা আছে এ দেহ মন জুড়ে
বর্তমানে সর্বক্ষণ করোনা আবহে,
আজকে আছি কাল থাকবো কি ধরায়?
করোনা সুন্দরীর মৃত্যুর প্রবাহে।