করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হইনি মোটে
কারণ সর্বদা লড়তে হচ্ছে তার চেয়ে ভয়ঙ্কর  
সরীসৃপের সাথে।তারা বাজপাখি দের মতোই
সুযোগ বুঝে ছোবল দিচ্ছে নিয়ত।
দেখি,এই ফাটকাবাজরা লোকনিন্দাকে করে না
তোয়াক্কা।জানি না কে যোগায় তাদের অভয়।
লোকনিন্দার তীক্ষ্ণ হূলেও বিদ্ধ হয় না তাদের
পাষাণ হৃদয়।
বিশ্ব জুড়ে যখন মানুষ ভুগছে করোনা আতঙ্কে,
প্রাণহানি ঘটছে দিকে দিকে,সর্বত্র গড়ে উঠছে  
মানবতার বন্ধন,ঠিক তখন চৈতন্যর ছিটেফোঁটা
আলোও পড়েনি তাদের জেগে ঘুমান মানবতার
পাপড়িতে।
দেখি,তিলেতিলে গড়া তাদের সাধের সৌধের
ঝাড় বাতি নির্বাক তাকিয়ে দেখছে আতিশয্যে
সব কালোবাজারিরা করছে কী অদ্ভুত লীলা।
তারা জানে নানান ছলাকলা।সুযোগ পেলেই
মুখে রঙ মেখে সঙ সেজে দ্রব্যমূল্য বাড়ায়
নানান অছিলায়।                                    
ঐশ্বর্যের ঝাঁপি ভরাতে ব্যস্ত তমসাচ্ছন্ন সেসব
মানুষেরা বোঝে না করোনা ভাইরাস একবার  
ভয়াল থাবা বসালে তাদের ও বিষয়াদি রেখে
বান ভাসিদের মতো ভেসে যেতে হবে।
বিশ্বব্যাপী বিপর্যয়ের এই সময় তাদের চৈতন্য
জাগবে কি মনে?মানবতার সেতুবন্ধন গড়বে
কি অত্যুচ্চ লোভ লালসা ছেড়ে।