ভিশন অফ ২০২০
শম্পা ঘোষ
সুস্বাগতম ২০২০
ভিশন হোক ক্লিয়ার
সুগন্ধে ভরুক সবার
মনের ভিতর ফ্লাওয়ার।
দৃষ্টি তোমার স্বচ্ছ হোক
সামনে চলার পথ
এগিয়ে চলো নির্ভয়ে
নিয়ে মনোরথ।
সংখ্যা কেবল বেড়েই যাবে
থাকবে নাতো থেমে
"গত"র হিসাব থাকবে শুধু
স্মৃতি ভরা ফ্রেমে।
হিংসা নয়,বিদ্বেষ নয়,পাপ নয়,ঘৃণা নয়
মনকে করো শুদ্ধ
শপথ নাও আজ সকলে
করবে নাকো যুদ্ধ।
বাঁচবো সবাই নতুনভাবে
আসুক নতুন ভোর
ভালোবাসায় ভরাও হৃদয়
আসুক মোর এন্ড মোর।
***********
********
*****
*
গোটা কবিতার আসরের পরিবারকে জানাই আমার আলো ঝলমলে ২০২০র শুভেচ্ছা।
সুস্থ,সবল,হাসি,খুশি,আনন্দে ভরে উঠুক সকলের জীবন এটাই আমার হৃদয়ের ইচ্ছা।
এমন সুন্দর অভিপ্রায়ে অভিভূত হলাম প্রিয় কবি।
অনেক-অনেক ভালো লাগা রেখে গেলাম।
দুঃখ গুলি মিলিয়ে দে না; গঙ্গা জলে
ধায়।
ধায় ধাঁধার ঐ স্কন্ধে বাজে; মারণ বাণের তোপ
মানবতার হার হননে; পরলো কতই
কোপ।
বাষ্প বিষে ভরছে আকাশ, বাতাস কাঁদে মায়
অশ্রু সজল কাঁদছে জায়া; তার কোলেতে
ছায়।
স্নিগ্ধ তোর ঐ বিষ হরণী সুধার ধারা চাই
তোর চরণে বাঁধছি আগল; দিস রে ক্ষমা
টাই।
অনেক আশার ফানুস জ্বেলে বরণ করি কোলে
স্বপ্ন পূরণ করতে ধরায়; যাস না রে তুই
ঢলে।
অনবদ্য লেখা!
সবাই দুমুঠো খেতে পাক
সবার হাতে কাজ থাকুক
দুঃখ বেদনা নিপাত যাক।
দারুণ লিখেছেন ২০২০ এর ভিশন। ভীষণ ভালো লাগলো প্রিয় কবি। আপনাকে জানাই নতুন বছরের হার্দিক শুভকামনা। ভালো থাকবেন সবসময়।
খুব ভালো লাগলো!! 🌷🌷
সাথে নুতন বছরের শুভেচ্ছা আর ভালোবাসা রেখে
গেলাম সখী।
সারা বছর ভালো থেক। সুখে থেক।
সুন্দর একটি কবিতা
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা নিরন্তর, ভালোথেক বোন।
চমৎকার জীবনমুখী কাব্যিক প্রকাশ
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
শুভ রাত্রি।
আপনাকে নতুন বছরে আমার আন্তরিক শুভেচ্ছা জানালাম।
তাতেই কাঁপছি অহর্নিশ।
ইংরাজি নববর্ষের শুভেচ্ছা।
সাকসেস হোক মিশান
Happy new year
ব্যাটিং দারুণ ফাটাফাটি
রইলো আমার ভালোবাসা প্রীতি!
.... শুভেচ্ছা ও শুভকামনা সহ...
শুভ দ্বিপ্রহর(এখানে)।
ইংরেজী নব বর্ষের প্রীতিময় শুভেচ্ছা ও ভালোবাসা!
শুভকামনা নিরন্তর...
সবার মনে জাগুক বসুধৈব "কুটুম্বকম" ।
অশেষ স্নেহভরা শুভেচ্ছা জানাই ।
ইংরেজী নববর্ষের শুভকামনা প্রিয়কবি ভগিনীর প্রতি ।
সবার শুভহোক, মঙ্গল কামনা করি , ভাল থেক ।
শুভ নববর্ষের শুভেচ্ছা দিদি।
হাজারও লাল গোলাপের শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই
ভাল ও সুস্থ থাকবেন--------