নিষ্ঠুর সম্রাট(29-04-2020)
রণজিৎ মাইতি
-------------
আমি সংখ্যাতত্ত্ব ঘেঁটে ঘেঁটে চিনছি উজাড়
কতো প্রাণ আশা দিয়ে নিরাশ করলো?
কতো প্রাণ নিরাশাকে আঁকড়ে ধরলো?


বেদবাক্য শব্দ মাত্র।
ঋক সাম যদু মধু সংখ্যার হিসেবে চার থেকে   ছয় হতে পারে আজ নয় কাল
কিংবা সময়ের নির্মম স্রোতে ভেসে যেতে পারে মহাবানী,অন্বিত অব্যয়


আসলে সবুজ পৃথিবীতে কোনও কিছু আজও ধ্রুব নয়
একমাত্র মৃত্যুই চিরচেনা অমোঘ অতিথি
জীবনই যায় রাজধানী,সময়ের মতো সেও নিষ্ঠুর সম্রাট!