শিকাগো(01-05-2020)
রণজিৎ মাইতি
-------------
শিকাগো নিছক একটা আটপৌরে শহর কখনোই নয়;
পৃথিবীর দশটা বিলাসী মহানগরীর মতো ভোগবিলাসের স্বর্গও নয়,
বরং যেখানে ত্যাগের মন্ত্র উচ্চারিত হয়েছে বিবেকী কণ্ঠে
বিশ্ব ভাতৃত্বের ও শান্তির বাণী যার আকাশে বাতাসে।


যেখানে গ্যালন গ্যালন রক্ত নদী হয়ে  সাগরের দিকে বয়ে গেছে।
যেখানে রক্ত লাল থেকে হয়েছে সবুজ,
বলেছে মাটির কথা,শস্যের কথা
অববাহিকা জুড়ে শুধু কথার অনুরণন আকাশ-বাতাসকেও করেছে মুগ্ধ
যেখানে মুক্তির জন্যেই রক্ত হয়েছে উদ্বেল
মুষ্টিবদ্ধ হাত তুলে আকাশকে করছে বিদ্ধ প্রশ্নে প্রশ্নে


তাই শিকাগো আজও শোষিত বঞ্চিত মানুষের কাছে পবিত্র তটিনী।
যেখানে অর্পিত শ্রদ্ধায় ও বন্দনায় দুর্বলও দিনে দিনে হয়েছে সাহসী
যার স্রোত শতধা বিভক্ত হয়ে পৃথিবী করেছে প্লাবিত,সুজলা সুফলা
শিকাগো বজ্রগর্ভ মেঘ নয়,বরং যেখানে উদার বর্ষার জেহাদি করস্পর্শ থেকে ঝরে পড়ে আশারেণু টুপ টুপ করে।