পানকৌড়ি ডুবে, ডুবতে চাই।
নিকোটিন দমে ঘাটতি বেশ!
আকুলতা নিয়েই ছুটে যাই,
জানি না মিটবে কবে রেশ।


পলাশ কুঁড়ি রঙীন লজ্জায়,
নির্বোধ নজরে চেয়ে থাকি;
ভাবি,'কদ্দুরই বা চলা যায়?'
স্বপ্নও দেয়,'প্রতীক্ষায় উঁকি!'


দাগ মোছে না অনন্ত টানে,
মুক্তোছাড়া ঝিনুক উদাস!
ছেঁড়াতার বারণ কই মানে?
বালিহাঁসই মুক্তি ইতিহাস।


***দ্বিতীয় সংকলন