ঠিক এই মুহূর্তে এক নক্ষত্র খচিত আকাশের নীচে আমি দাঁড়িয়ে আছি,
প্রশ্ন অনেক উঁকি দিচ্ছে অনন্ত মনের গহীনে ;
অনন্ত মহাকাশ, আবার অনন্ত আমদের মনও
মন আকাশ ছুঁতে চায় অলীক কল্পনায়
কল্পনা সীমাকে ছাড়িয়ে পাড়ি দেয় অসীমের মাঝে;
আমরা অনেক ভেবেও সহজেরও সমাধানে মাঝে মাঝে হার মেনে যাই----


যে দেশে বাস করছি,তার হালচালটা এখন কেমন?
পচাত্তর বছর স্বাধীনতা পেয়েও আমরা এখনও সেই
অন্ধকারেই বসে আছি একটা টিমটিমে বাতি নিয়ে.
পাশ্চাত্য দেশ আমাদের দুয়ো দিচ্ছে কিছু বেকুক
নেতার তুঘলকি হালচাল দেখে ;
প্রজাতন্ত্র দিবস কিসের! কিসের নহবতী ভাষণ!
যদি প্রজারাই সুষ্ঠতা শান্তি না পেল!
সেই ভাবনা গুলোই মনের সাথে মিশে যায় আকাশে
উত্তর আসে," উত্তর নেই এই প্রশ্নের"
বন্ধু পারলে উত্তর দিও, আশায় রইলাম-----