মনের গাংচিল শুধু লাফায়
চোখ দুটো যেন হীরের ফলক
হৃদয় ভাসে আটলান্টিকে
প্রাণ দেয় বেঁচেথাকার ঝলক।  


হাত দুটো অপরিমেয় নর্মদা নদী
মৃগ সম যেন চঞ্চল পদ যুগল
মন নামতে চায় মহা যুদ্ধে
শক্তি হয়ে যায় যেন বিকল।


ঘরে বসে বসে কেন বন্দী
এই চলন্ত প্রগতিশীল জীবন!
বাঁচার সতঃস্ফুর্ত রসদ চাই
আগুন্তক মৃত্যুকে করে খন্ডন।