ক্ষুদ্র একটি দেহের ভেতর
বৃহৎ একজন আছে,
দৃশ্যমানের অভ্যন্তরে
অদৃশ্য মন বাঁচে।
ক্ষুদ্র একটি দেহের ভেতর
বৃহৎ একজন আছে,
দৃশ্যমানের অভ্যন্তরে
অদৃশ্য মন বাঁচে।
আলোচনা | দৃশ্যমানের অভ্যন্তরে নিয়ে আলোচনা | সঞ্জয় কর্মকার, বৈদূর্য কবি |
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৮১টি মন্তব্য এসেছে।
বাহ্
শুভ সকাল!!!
কিছ কিছু অদৃশ্য মায়া ভালোবাসা ভালোলাগা নিয়ে আমাদের বেঁচে থাকাই অবলম্বন হয়ে উঠে। কাব্য কথায় মুগ্ধতা নিয়ে গেলাম । প্রিয়কবিকে শুভেচ্ছা , ভাল থাকুন।
ক্ষুদ্র শরীরে মানুষের বিশালত্ব লুকিয়ে থাকে তার মননে ও চিন্তায়। চমৎকার লিখলেন প্রিয় কবি।
সম্মানিত কবির জন্য অনেক শুভকামনা রইলো।
কিছু অদৃশ্য বিষয়, ভাবনা আছে , যাকে আঁকড়ে ধরে জীবশ্রেষ্ঠ মানুষ বেঁচে থাকে ।
মানবতাগুণে অবলম্বন পায় । আপনত্ব টান থাকে ।
সুন্দর জ্ঞান ধারার কাব্য কথায় মুগ্ধ ।
প্রবুদ্ধ প্রিয়কবিকে শুভেচ্ছা অশেষ , ভাল থাকুন সদা ।
শুরু ও শেষ
মানবতা মন।
যেখানে যাবে
সেখানেও সব।
এককথা প্রকাশ
শূন্যে রদন।
অলিক মানুষ
কর্ম-ধর্ম নীতি
অমন প্রেরণা।
তেমন করেই
শুরু-আর শেষ!
অসাধারণ জ্ঞান
পরিচয় বহন।
শুভহোক প্রিয়
কবি আপনার
জীবনের প্রতিটি
মুহুর্ত পাথেয়
দীর্ঘায়্যু কামনা করি। আমিন।।
চমৎকার অনুভূতির বেশ অসাধারণ একটি জীবনবোধের অনু কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। আজকের দিনটি আপনার ভালো কাটুক ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা নিরন্তর ।। শুভ রাত্রি প্রিয় কবি
শূন্য থেকে সৃষ্টি বৃহৎ
আবার বৃহৎ মিলায় শূন্যে;
জন্ম মৃত্যুর এমন খেলা
হয় বলো কোন পুণ্যে?
সৃষ্টির আদি খুঁজতে গিয়ে
টেলিস্কোপ ওয়েব পেল দিশা;
হয়তো পাবো প্রশ্নের উত্তর
যাবে কেটে আঁধার নিশা।
অপেক্ষাতে আজ আমরা সবাই
ওই সেই লক্ষ-কোটি বছর;
এবার চিৎচেতনায় উঠছে ঝড়
বিজ্ঞান উত্তর পেতে নাছোড়।
প্রিয় কবি বন্ধুকে জানাই প্রাণভরা শুভেচ্ছা আর ভালোবাসা।
অসাধারণ।
অনেক শুভেচ্ছা রইল।
চমৎকার ............
দারুণ লিখেছেন শ্রদ্ধেয় কবিবর। অনেক অনেক ভালোলাগা রেখে গেলাম। আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আপনার জন্য সবসময়।
৫০ বছরের বেশী কবিতা চর্চায় আছি।খ্যাতিমান ও অখ্যাতিমানদের অনেক কবিতা পড়েছি।অনেক চার পঙতি পড়েছি।কিন্তু আপনার এই 'চার পঙতি' সত্যিই অভিনব। দৃশ্যমান ও অদৃশ্য'র সাযুজ্যের এইরকম গভীর
অর্থবহ কবিতা অতুলনীয়।
প্রিয়ংবদা*****
আসরের নবাগত কবি সুবীর ভট্টাচার্য্য(দীপ্তেন্দু কবি)আমার বন্ধু, ''সহমর্মিতার সংবেদন" হিসাবে একটা কবিতা 'প্রদীপ্ত' পোষ্ট করেছেন
এবং আপনার নজরে এসেছে কিনা সে ব্যাপারে কৌতুহলে আছেন।
আমার তরফ থেকে পড়ে দেখার অনুরোধ রইল।শুভেচ্ছা নিরন্তর।
ভাল থাকুন সতত।
এক কথায় অসাধারণ কল্পনার বাস্তব প্রকাশ।
স্বল্প পঙক্তিতে সাজিয়ে অসাধারণ লিখেছেন কবি। পাঠে মুগ্ধ হলাম।শুভকামনা রইলো।
দেহের খোরাক যোগায় সবে
মনের খোরাক নয়
অল্পতেই তুষ্ট হয় মন
যখন বোঝা যায়।
অল্প কথায় গল্প নয় কবিতা ঠিক ই হয়।
মুঠো মুঠো ভালোলাগা নিয়ে গেলাম সুন্দর কাব্যিক প্রণয়নে। অসংখ্য শুভকামনা জানবেন প্রিয় কবি।
অল্প কথায় বিশালতা কে ছোঁয়ায়। দারুন আলোড়িত। শুভেচ্ছা অবিরত প্রিয় কবি।।
দারুণ কথামেলা!
ছোট্ট পাখীর বাসা
মনের ভীতর আশা
স্বপ্নদোলায় ভাসা
ভীষণ ভালবাসা।
রক্তিম শুভেচ্ছা ।
চমৎকার। শুভ কামনা।
অল্প কথায় অনেক প্রকাশ। ভালো, খুব ভালো।
অল্প কথায় অনেক প্রকাশ
এভাবেই হয় কাব্যিক বিকাশ।
অভিনন্দন প্রিয় কবিকে।
☀️ প্রিয় কবি, আপনার প্রতিবন্ধী বিষয়ক কাব্যগ্রন্থের জন্য লেখা কবিতাটির নিরাপদ সংরক্ষণ এবং এডমিনের নির্দেশনা মোতাবেক পাতায় পোস্ট দিয়ে রেখেছি।
ছোট্ট অথচ গভীর তাৎপর্য পূর্ণ। ভীষণ ভীষণ ভালো। ভালো থাকবেন সম্মানীয়া কবি।
অল্পকথায় খুব সুন্দর উপলব্ধিকর প্রকাশ কবি আপু ভাল থাকবেন---------
তীক্ষ্ণ কথার ভাবনাগুলো কাব্যে প্রকাশ পায়,
চিরন্তনী বাণীর মতো দেদোল দুলে যায়।
অনেক সুন্দর একটি তিল, যাতে তৈল আছে।
যুগল জীবনবোধের কবিতা,"সাকি"
- সঞ্জয় কর্মকার, বৈদূর্য কবি
ড. শাহানারা মশিউর (চারুলতা কবি)
ক্ষুদ্র একটি দেহের ভেতর
বৃহৎ একজন আছে,
দৃশ্যমানের অভ্যন্তরে
অদৃশ্য মন বাঁচে।
সঞ্জয় কর্মকার
Sanjay Karmakar
potnoedSrs4109mtf784u u15Ju61y1391m16hcu8fPaM8aa t3 77fl l:0 ·
হৃদয় আকাশ তারায় ভরা লক্ষ কোটি তায়,
কেউ খুঁজে পায়, পায় না কেহ, জন আর জনতায়।
যে জন ভজে মানব তাহায়, দুখের ধরা ভবে,
সেই তো সাগর, হীরক মোতি,
জৈব অনুভবে..................।
মানব সেবা পরম সে ধন, পায় কী সাগর কূল,
বিষয় আশয় মগ্ন ধ্যানে, স্থিতিই প্রতিকূল।
আজ যা আমার কাল সে কারুর, কেউ কী বোঝে মন,
আগ্রাসনেই জীবন বহুল,
তাঁর সে আরাধন!!
দীপ্তি তাঁর ঐ আকাশ ছোঁয়া, নিধন কোতল তরে
খর সে বাতাস বইছে মহল, ঘর আর দ্বারে দ্বারে।
ধনের নেশায় মগ্ন রাজি, আকাশ পানে আঁখি,
কেউ কী বোঝে ধনের খোঁজে,
পায় না কেহ সাকি।
শুভকামনা রইল প্রিয় কবি।
গভীর তাৎপর্যপূর্ণ অপূর্ব নন্দনী উপস্থাপনা! দারুণ মুগ্ধ হলাম প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
গভীর ভাবনার এক অনন্য কবিতা।
পাঠে মুগ্ধ।
ভালো থাকবেন কবি সবসময়।
হৃদয় আকাশ তারায় ভরা লক্ষ কোটি তায়,
কেউ খুঁজে পায়, পায় না কেহ, জন আর জনতায়।
যে জন ভজে মানব তাহায়, দুখের ধরা ভবে,
সেই তো সাগর, হীরক মোতি, জৈব অনুভবে..................।
হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি। দারুন সুন্দর উপলব্ধি আর প্রকাশ।
সৃষ্টির মাঝেই স্রষ্ঠা, অথবা
মায়ের উদরে ঝি এর বসত!
অল্পতে অসামান্য সম্মানিত কবি।
ভীষন মুগ্ধতা ও শুভ কামনা রেখে গেলাম পাতায়।
ভাববাদী ভাবনায়, কবিতার ছন্দে ছন্দে মন যায় ; ধন্যবাদ ও অভিনন্দন, প্রিয় কবি।
রূপকের আড়ালে দারুণ আবেগময় জীবনবোধের অণু কবিতা, ভাল লাগলো ; শুভকামনা রইল।
এ যে মনের আকুতি প্রকাশ।
পাঠে মুগ্ধতা ছড়ালো।
ধন্যবাদ কবি বন্ধু
প্রিয় কবি, স্বল্প কথায় নান্দনিক প্রকাশ। মুগ্ধ হলাম। শুভ কামনা সতত।
অসাধারণ কাব্য ।অপূর্ব ,অনুভবে ।
শুভেচ্ছা জানবেন ,প্রিয় কবি।
দারুণ রূপক কাব্য। ধন্যবাদ কবি।
একদম যথার্থ ভাবনার অনুপম কবিতাখানা।পাঠে তৃপ্ত হলাম কবি। শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
আহা কী গভীর রূপক।। ভাবনার গভীর থেকে উঠে আসা অনবদ্য কথামালার।। অসাধারণ অনুভব আর চমৎকার অনুভূতির ছোঁয়ায় অনন্য সুন্দর এক কাব্যিক প্রকাশ।। ভীষণ ভীষণ ভালো লাগলো।।হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা রইল প্রিয় শ্রদ্ধেয় বরেণ্য কবি।।ভাল থাকবেন সুস্থ থাকবেন সবসময়।।
অল্পকথায় জীবনসার , বাস্তব ভাবনা , খুব সুন্দরে কাব্যে বলেছেন ।
অসীম শুভেচ্ছা জানাই , প্রবুদ্ধ প্রিয়কবিকে । ভাল থাকুন সদা ।
চমৎকার ভাবনার অনন্য প্রকাশ মুগ্ধতা ছড়ালো প্রিয় কবি। ভালো থাকবেন সবসময়।
চমৎকার অনুভূতির অনন্য উপস্থাপন, অনেক ভালো লাগল প্রিয় কবি,
শুভেচ্ছা ও শুভকামনা রইল অফুরান।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.