আবার সুদিন আসবে..
ধুয়ে-মুছে সাফ হবে সংক্রমণ,
চৌকাঠ ছেড়ে রাস্তায়
নামবো আবার,
আরও আধুনিক  হবে সব;
তারই কাটাছেঁড়া চলছে বিস্তর।
আবার সুদিন আসবে..
নিত্যদিনের অবসাদ, আধপেটা ভাত, গৃহবন্দী সমস্ত দিন,  মৃত্যু আতঙ্ক --- এইসব একদিন বনেদি বয়স পাবে,
আবার তো সুদিন আসবে..
ক্রমশ ছন্দে ফিরবে সব,
মিশবো যেমন মিশতাম।
বুঝেশুনে দেবো আলিঙ্গন,
মেপেজপে মেটাবো তৃষ্ণা,
সোজাসুজি বললেও;
অল্প অল্প গল্প থাকবে,
সে গল্প রূপকথার!
রূপকথায় ঘুম তো
আসবেই সবার..