ঐ মনটিতেই রওনা নিজেরই মাঝে
হওনা আপন নিজকে জানিয়া রহিবে'
আছানের শান্তির পরশেরই আশ্রয়ে!


ওরে মন! কেনই বা কর নিজ জীবন
ধ্বংসের লিলাতে দুলিবা'র আন'মনায়;
একই মনেরই মাঝে হইয়া রও কতটাই
যে অন্য মনের, কেমনে হইতে পার মন
অমনে করিয়া? কেন কর নিজ মনকেই
নোংরামীতে চাহ' ভরিতে! কেমন করিয়া!


কি হইতে লাভে কেনই বা করিতে চাহ্'
নিজ জীবনকেই অপমান, অপদস্তের পদ
তলে নিপতিত করিতে? যে মনে করিতে
চাহিবে নিজকেই ক্ষতি! সেই মনকেই গড়ে
দিতে নাও না’ ঐ মন্দেরই মতন অলক্ষ্যের
অপচয়ী সময়টিকে তৈরীতে ভাল মননে’র
রও না এক অনন্যতায় ভরিয়া চিনিয়া মন।


মনকেই মন চেনার দীপ্তমানের অপূর্ণতায়
ভরিয়া চমৎকার মানব-মানবীয় গুণাবলির'
অসাধারণ মননের হইবো যে মানুষ আমরা!
লক্ষ্যে থাকিবে জীবন মান সেই মন ও প্রাণ’
নামক উদ্ভাসিত জীবনের। যে জীবনে রহিবে
শুধুই জীবনের সফলতার আস্তার সুঘ্রাণ।


থাকিতে নিজ কল্যাণের ন্যায় পরেরও তরে’
ওরে মন দেখা দিও না অলক্ষ্যের অবক্ষের!
তুই যে মন আমার’ না হইলে রহিবি কার?
ধ্বংস লীলা নামক মনকেই চেনা বড়ই দায়'
নিজ মন নামক নিজেকেই ধীক্কার ধীক। যদি
না চেনা যায়! নিজ মনকেই মন চিনিবার ভার।।
===×××===
===×××===
বাণী :  মানবের মন অনেক কথায় বলিয়া থাকে! মনের সব কথায় মনকে রাজি করানো যাবে না। মানবের মনের সকল চাওয়াই মানব জীবনকে সফলতা এনে দেয় না। তাই মনের চাওয়াকে মানব ধৈর্য ধরিয়া বিচক্ষণতার সহিত যাচাই বাছাই নিজ জীবন বলিয়া কথা, সন্মান-উজ্জত, সুনাম, বদনাম, বর্তমান, ভবিষ্যৎ বুঝিয়া সঠিক প্রকৃত চাওয়াতেই এক মন চাওয়ার অপূর্ব চেতনার অপর মন অনাকাঙ্খিত পাইবার পিড়াকে’ সামাল দিয়া অপরাধ সংগঠিত মনের সহিত মন যুদ্ধ নামক “বিদ্রোহ” ঘোষণা করিয়া! পবিত্র ও ভাল কাজে মনকে ব্যবহার করিবার সচেতনতায় অপর নামই নিজ "মনকে মন চিনিয়” করিলে মানুষ সেই কাজ; তবেই তো হওয়া যাইবে প্রকৃত জয়ী মানব জীবনের মন চেনায় মন নামক জিহাদী দীক্ষাতে।।