বাংলা কবিতা

বাংলা-কবিতা ডটকম (www.bangla-kobita.com) ওয়েবসাইটটি ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম আত্মপ্রকাশ করে। প্রথমে এখানে শুধুমাত্র খ্যাতিমান কবিদের কবিতার সংকলন ছিলো। পরবর্তীতে ২০১০ সালের ফেব্রুয়ারিতে কবিতার আসর (Kobitar Ashor) বিভাগ যোগ করা হয়, যেখানে সদস্যরা তাদের স্বরচিত কবিতা প্রকাশ করতে পারতেন। তারপর থেকে নিয়ে এ পর্যন্ত সুদীর্ঘ পথ পরিক্রমায় এই ওয়েবসাইটটি বর্তমানে বাংলা কবিতার সর্ববৃহৎ অনলাইন সংকলনের পাশাপাশি কবিতা প্রকাশ ও প্রচারের এক অনন্য চর্চাক্ষেত্রে পরিণত হয়েছে। আমাদের কবিতার আসরে প্রতিদিন শতাধিক সদস্য তাদের কবিতা প্রকাশ করছেন। এপর্যন্ত এই আসরে সদস্যদের ৪ লক্ষাধিক কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়াও খ্যাতিমান কবিদের (Kobi) সহস্রাধিক কবিতা এখানে সংকলিত হয়েছে। সেই সাথে আলোচনা বিভাগে (Discussion) কবি ও কবিতার ওপর নানাবিধ শিক্ষামূলক ও গঠনমূলক লেখা প্রকাশের পাশাপাশি আবৃত্তি ঘরে (Abritti) নিয়মিত আবৃত্তির ভিডিও প্রকাশ করছেন আমাদের সদস্যেরা। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এই কবিতার পোর্টালটি প্রতিদিনই আরও বেশি সমৃদ্ধ হচ্ছে। আপনি যদি সৌখিন কবি, আবৃত্তিকার, অথবা কবিতা-প্রেমী যে কেউ হয়ে থাকেন, তবে জানবেন যে এই ওয়েবসাইটটি আপনার জন্যই তৈরি করা হয়েছে!

আমাদের বিশ্বাস এই ওয়েবসাইটের সদস্যদের সক্রিয়তা ও সার্বিক কর্মযজ্ঞ বাংলা কবিতা তথা বাংলা সাহিত্যকে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা নতুন প্রজন্মের বাঙালির কাছে আরও পরিচিত করে তুলবে।

আমাদের ১৬ বছরের অর্জন

  • খ্যাতিমানদের কবিতা ৪,৮২৬ টি
  • আসরের মোট কবিতা ৫০৩,৭২৯ টি
  • আলোচনামূলক লেখা ৬,৫৯৯ টি
  • কবিতার আবৃত্তি ৭,৯৭৪ টি
  • মোট সদস্য ১৮,৯৩০ জন
  • কবিতা প্রকাশ করেছেন ১২,১৬২ জন
  • নিয়মিত লিখছেন ১,৪৯১ জন
  • বর্তমানে অনলাইনে ৫,৭৪৯ জন

সাম্প্রতিক সংযোজন

শিরোনাম
আবৃত্তিকার মন্তব্য
নিশীথ বিশ্বাস
অন্যস্বর
Kawsar382
তাপস সরকার
তাপস সরকার
তাপস সরকার
কৌশিক আজাদ প্রণয়
তাপস সরকার
মুনতাহা তানজুম (মুক্তা)
মুনতাহা তানজুম (মুক্তা)
শিরোনাম
মন্তব্য
১৪

বাছাইকৃত লেখা


উৎসর্গ

আমার কবিতা আমি দিয়ে যাবো
আপনাকে, তোমাকে ও তোকে।
কবিতা কি কেবল শব্দের মেলা, সংগীতের লীলা?
কবিতা কি ছেলেখেলা, অবহেলা রঙিন বেলুন?
কবিতা কি নোটবই, টু-ইন-ওয়ান, অভিজাত মহিলা -সেলুন?
কবিতা তো অবিকল মানুষের মতো
চোখ-মুখ-মন আছে, সেও বিবেক শাসিত,
তারও আছে বিরহে পুষ্পিত কিছু লাল নীল ক্ষত।
কবিতা তো রূপান্তরিত শিলা, গবেষণাগারে নিয়ে
খুলে দেখো তার সব অণু-পরমাণু জুড়ে বিস্তারিত

প্রণয়ের প্রথম চুম্বন

মনে কি পড়ে গো সেই প্রথম চুম্বন!
যবে তুমি মুক্ত কেশে
ফুলরাণী বেশে এসে,
করেছিলে মোরে প্রিয় স্নেহ-আলিঙ্গন!
মনে কি পড়ে গো সেই প্রথম চুম্বন?
প্রথম চুম্বন!
মানব জীবনে আহা শান্তি-প্রস্রবণ!
কত প্রেম কত আশা,
কত স্নেহ ভালবাসা,
বিরাজে তাহায়, সে যে অপার্থিব ধন! বিস্তারিত

অপমানিত

হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান।
মানুষের অধিকারে
বঞ্চিত করেছ যারে,
সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান
অপমানে হতে হবে তাহাদের সবার সমান।
মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে
ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে।
বিধাতার রুদ্ররোষে
দুর্ভিক্ষের-দ্বারে বসে বিস্তারিত

অগ্ন্যুৎসব

ছিল তা এক অগ্ন্যুৎসব, সেদিন আমি
সবটুকু বুক রেখেছিলাম স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রে
জীবন বাজি ধরেছিলাম প্রেমের নামে
রক্ত ঋণে স্বদেশ হলো,
তোমার দিকে চোখ ছিলো না
জন্মভূমি সেদিন তোমার সতীন ছিলো ।
আজকে আবার জীবন আমার ভিন্ন স্বপ্নে অংকুরিত অগ্ন্যুৎসবে
তোমাকে চায় শুধুই তোমায় ।
রঙিন শাড়ির হলুদ পাড়ে ঋতুর প্লাবন নষ্ট করে
ভর দুপুরে শুধুই কেন হাত বেঁধেছো বুক ঢেকেছো বিস্তারিত

ফেরীঅলা

কষ্ট নেবে কষ্ট
হরেক রকম কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট!
লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট
পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট,
আলোর মাঝে কালোর কষ্ট
‘মালটি-কালার’ কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট।
ঘরের কষ্ট পরের কষ্ট পাখি এবং পাতার কষ্ট
দাড়ির কষ্ট বিস্তারিত

আত্ম-অস্ত্রাগার

মাথার উপরে এক শয়তানের কু-বিশাল ছায়া।।
কুচক্রী চক্রের দশা হয়ে মেলে আছে তার মহাজনী খাতা।।
আমি এই দৃশ্য থেকে মুক্তি চাই, এই সব কুমন্ত্রের মায়া।।
ছিন্ন করে হতে চাই অদৃষ্টের আপন বিধাতা।।
অথচ ছায়ার সাথে যুদ্ধ করা যায় না কখনো।।
ছায়াধারীকেই তাই প্রত্যহ সন্ধান করি আমি।।
নিজেকে কঠিন স্বরে বলি, অস্তিত্বের বীজ বোনো।।
নিজের গভীরে আর নিজে আঁকো নিজের আগামী।।
যদিও জেনেছি সব শয়তানেরা জন্ম দেয় অপচ্ছায়াজালে।।
এমন কুটিল স্বত্বা যার পরে ভর করা যায়।। বিস্তারিত

আমাদের অন্যান্য ওয়েবসাইটসমূহ

বাংলা কবিতার এই আসরের পাশাপাশি বাংলাদেশ বা ভারতকে কেন্দ্র করে আমাদের আর যেসব ওয়েবসাইট রয়েছে তার তালিকা নিচে দেখাচ্ছে। এসব ওয়েবসাইট পরিদর্শনের আমন্ত্রণ রইলো আপনাদের প্রতি।

পিডিএফ বই

বিভিন্ন সময় বাংলা-কবিতার পক্ষ থেকে অথবা আসরের সদস্যদের ব্যক্তিগত উদ্যোগে কবিতার যেসব পিডিএফ বই প্রকাশিত হয়েছে তার কিছু লিঙ্ক নিচে দেয়া হল। বইয়ের প্রচ্ছদের উপর ক্লিক করে বইটি আপনি ডাউনলোড করতে পারবেন।

দীঘার তটে কাব্য পাঠে ৭৬০ বার ডাউনলোড হয়েছে।
উৎসবে মাতি - মার্চ ২০১৭ ৮০০৩ বার ডাউনলোড হয়েছে।
আনন্দে মাতি ২০১৬ ১৬৯০৭ বার ডাউনলোড হয়েছে।
উৎসবে মাতি ১৪২৩ ১৪৪২৭ বার ডাউনলোড হয়েছে।
বরষার আয়োজন ৬৯১৯০ বার ডাউনলোড হয়েছে।