বাংলা কবিতা

বাংলা-কবিতা ডট কম ওয়েবসাইটটি বর্তমান সময়ে বাংলা কবিতার সবচেয়ে জনপ্রিয় ও সমৃদ্ধ ওয়েব পোর্টাল। এ প্রজন্মের শতাধিক কবি আমাদের কবিতার আসরে প্রতিদিন কবিতা প্রকাশ করছেন। কবিতা প্রকাশের পাশাপাশি রয়েছে কবি ও কবিতার উপর নানারকম আলোচনা, কবিতার বই ও আবৃত্তি প্রকাশের সুবিধা। উপস্থিত সদস্যেরা যেমন সমমনা কবি ও সদস্যদের সাথে পরিচিত হতে পারছেন, পাশাপাশি ওয়েবসাইটের সার্বিক আবহে ঋদ্ধ হচ্ছেন বাংলা সাহিত্যের কাব্যিক আবেশে। এছাড়াও এখানে রয়েছে বাংলার খ্যাতিমান কবিদের সহস্রাধিক কবিতার এক সংগ্রহশালা, যা নিয়মিত আরও সমৃদ্ধ হচ্ছে। আপনি যদি সৌখিন কবি, আবৃত্তিকার, অথবা কবিতা-প্রেমী যে কেউ হয়ে থাকেন, তবে জানবেন এই ওয়েবসাইটটি আপনার জন্যেই তৈরি করা হয়েছে!

আমাদের বিশ্বাস আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা বাংলা সাহিত্য, কবিতা ও আমাদের দেশীয় কৃষ্টি-কালচারকে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা নতুন প্রজন্মের বাঙালিদের কাছে আরও পরিচিত করে তুলবে।

আমাদের ১৪ বছরের অর্জন

  • খ্যাতিমানদের কবিতা ৪,৫৯৫ টি
  • আসরের মোট কবিতা ৪৪৩,৫৩৩ টি
  • আলোচনামূলক লেখা ৬,৩৩২ টি
  • কবিতার আবৃত্তি ৭,০০৮ টি
  • মোট সদস্য ১৭,১৩৭ জন
  • কবিতা প্রকাশ করেছেন ১১,০৬৪ জন
  • নিয়মিত লিখছেন ১,২২৮ জন
  • বর্তমানে অনলাইনে ৮,৫৮৭ জন

সাম্প্রতিক সংযোজন

বাছাইকৃত লেখা


তবু

তবু মনে রেখো, যদি দূরে যাই চলি,
সেই পুরাতন প্রেম যদি এক কালে
হয়ে আসে দূরস্মৃত কাহিনী কেবলি,
ঢাকা পড়ে নব নব জীবনের জালে ।
তবু মনে রেখো, যদি বড়ো কাছে থাকি,
নূতন এ প্রেম যদি হয় পুরাতন,
দেখে না দেখিতে পায় যদি শ্রান্ত আঁখি--
পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন ।
তবু মনে রেখো, যদি তাহে মাঝে মাঝে
উদাস বিষাদ-ভরে কাটে সন্ধ্যাবেলা, বিস্তারিত

খাটো কবিতা

কে আছেন ?
দয়া করে আকাশকে একটু বলেন, ---
সে সামান্য উপরে উঠুক,
আমি দাঁড়াতে পারছি না ।

(কবিতা সংকলন গ্রন্থ : কবিতা একানব্বই, প্রকাশকাল : সানন্দ প্রকাশ, ফেব্রুয়ারি ১৯৯২) বিস্তারিত

কবিতা

তাহারে কহিনু, সুন্দর মেয়ে! তোমারে কবিতা করি,
যদি কিছু লিখি ভুরু বাঁকাইয়া রবে না ত দোষ ধরি।”
সে কহিল মোরে, “কবিতা লিখিয়া তোমার হইবে নাম,
দেশে দেশে তব হবে সুখ্যাতি, আমি কিবা পাইলাম ?”
স্তব্ধ হইয়া বসিয়া রহিনু কি দিব জবাব আর,
সুখ্যাতি তরে যে লেখে কবিতা, কবিতা হয় না তার।
হৃদয়ের ফুল আপনি যে ফোটে কথার কলিকা ভরি,
ইচ্ছা করিলে পারিনে ফোটাতে অনেক চেষ্টা করি।
অনেক ব্যথার অনেক সহার, অতল গভীর হতে,
কবিতার ফুল ভাসিয়া যে ওঠে হৃদয় সাগর স্রোতে। বিস্তারিত

কিছুই দেখার নেই

চৈত্রী এসে দাঁড়িয়েছে সন্ধ্যা থেকে কবিতার চোখের ভিতরে
দারুণ উজ্জ্বল হয়ে, যেন সে দেখাবে তার গহীন গোপনে
ভিন্নতর জাদু কিছু – কী আছে দেখার মতো এতো কাল পরে ?
সমস্ত নগ্নতা ঘেটে দেখে কবি - উজ্জ্বলতা ছেনে-ছেনে, মনে
কৌতূহলী প্রত্যাশায় খুঁজে বুঝে দেখে নেই - কিছুই দেখার ----
প্রত্যহ সন্ধ্যায় মুখে রঙিন প্রলেপ দিয়ে সারি সারি যারা
প্রতীক্ষায় থাকে রোজ, তাদের যেমন নেই অবশিষ্ট আর -----
চৈত্রী দেখে, সাধ্য নেই পাড়ি দেবে কবিতার চোখের পাহারা
বাস্তবিক বৃক্ষ-লতা পশু-পাখি ক্লেদ-ক্লান্ত মানব মানবী
পরাবাস্তবে... বিস্তারিত

আমাদের অন্যান্য ওয়েবসাইটসমূহ

বাংলা কবিতার এই আসরের পাশাপাশি বাংলাদেশ বা ভারতকে কেন্দ্র করে আমাদের আর যেসব ওয়েবসাইট রয়েছে তার তালিকা নিচে দেখাচ্ছে। এসব ওয়েবসাইট পরিদর্শনের আমন্ত্রণ রইলো আপনাদের প্রতি।

বিষয়শ্রেণী

নির্দিষ্ট কোন বিষয়শ্রেণীর উপর লেখা বাংলার খ্যাতিমান কবিদের কবিতা পড়তে চাইলে নিচের তালিকা থেকে বিষয়শ্রেণীর উপর ক্লিক করুন।

পিডিএফ বই

বিভিন্ন সময় বাংলা-কবিতার পক্ষ থেকে অথবা আসরের সদস্যদের ব্যক্তিগত উদ্যোগে কবিতার যেসব পিডিএফ বই প্রকাশিত হয়েছে তার কিছু লিঙ্ক নিচে দেয়া হল। বইয়ের প্রচ্ছদের উপর ক্লিক করে বইটি আপনি ডাউনলোড করতে পারবেন।

মৃত্যুঞ্জয়ী এক মুজিব ৪৩৮৬ বার ডাউনলোড হয়েছে।
আলোর মিছিল ০২/২০১৯ ৭৯৩৫ বার ডাউনলোড হয়েছে।
আলোর মিছিল ১২/২০১৮ ৭৬৮৩ বার ডাউনলোড হয়েছে।
উৎসবে মাতি - মার্চ ২০১৭ ৬৮৩২ বার ডাউনলোড হয়েছে।
আনন্দে মাতি ২০১৬ ১৫৫৬৮ বার ডাউনলোড হয়েছে।
উৎসবে মাতি ১৪২৩ ১৩৬০৯ বার ডাউনলোড হয়েছে।
বরষার আয়োজন ৬৭১২৯ বার ডাউনলোড হয়েছে।