অনেকদিন তোমাকে দেখি না।
তুমি কি কোথাও হারিয়ে গেছ!
আমি জঙ্গলে, পাহাড়ে, উলুবনে তোমাকে খুঁজে ফিরি।
আমার এ পথচলা দিগদিগন্ত, অনন্ত কুহেলিকার পানে ছুটে চলা।
যদি কোনদিন আস তাহলে জোছনার আলোক থোকা নিয়ে এ অন্দরে হাজির হইও।
যদি এ লগন কণকলতার ফুলে না হাসে তবে আমরা 'শেষ-তাজমহলে' বিছানা গড়িব।
যতদিন, যতআকাশ এ পৃথিবী থাকবে ততদিন এক 'বেহুলা-জুলিয়েটের' কাহিনী বাতাসের পাখে পাখে ছড়িয়ে থাকবে।
" আর যদি কেউ না হাসে, আর যদি কেউ না গায় তবে আকাশের নীহারিকার মাঝে এক যে 'নব-অ্যাফ্রোদিতির' ছবি 'চোখমেলে' থাকবে"!