হৃদয়ের একটা নদী এখন শুকনো...
রাতের চোখের জল হিম হয়ে পড়ছে ।
হয়তো শুকনো পাতায় টুপ করে পড়ল ;
মনে হলো তুই বুঝি পথ হেঁটে ঘরে ফিরছিস ;
রাতের অন্ধকার টুকরো করছে জোনাকীরা ;
অদ্ভূত নিরবতায় ঝিঝিরা ও ডাক ভুলেছে ;
ঘড়ি টিক টিকিয়ে সময়কে এগিয়ে নিয়ে চলছে ;


তুই কি এখনো একা একা পথ  পেড়িয়ে যাচ্ছিস ?
একবার ও কি পিছনে দেখতে ইচ্ছা করছেনা ?
অশান্ত নদী , চড়াই পথ, নিবিড় তিমির জঙ্গল ;
অনায়াসে একা কি করে পার হচ্চিস সোনা ?
তোর হাতটা কি বাবার পরিচিত হাত খুঁজছেনা ?
হয়তো খিদে পেয়েছে ভেবে মা ভাত বেড়েছে ;
কতটা রাত হয়ে গেল , মা যে তোর জেগে আছে !


কে যেন দুরে ডাক দেয় - আমি এখুনি ফিরে আসছি ;
একটু সুবুর কর মাকে বল, ভাত যেন গরম থাকে ।