অবাধ্য ক্রুর বাসনাগুলো যখন  
এফোঁড় ওফোঁড় করে দেয়
ব্যাক্তি জাতি দেশ নির্বিশেষে
মেতে ওঠে রক্তের খেলায়
স্বার্থের রথ গতি বাড়িয়ে
ধেয়ে যায় কল্পনাসূত শান্তির আশায়
ঝলসে ওঠে ক্ষমতার বিভীশিখা
নিরীহ নিরপরাধ প্রান্তিক মানুষ কাঁদে    
পথে প্রান্তরে শহরে নগরে বন্দরে
ছড়িয়ে ছিটিয়ে বেওয়ারিশ লাশ
খুঁজে দেখছ কী একবারও  
কারো ছিল কী ভিন্ন গ্রহে বাস !  


অসংখ্য শিশুর নিথর নিঃস্পন্দ মুখ দেখে
মনে পড়েনি কী ঘরের আদুরে শিশুটার কথা    
স্তূপীকৃত বিকৃত শরীর থেকে চুঁইয়ে আসা
কালো রক্ত রসে গোড়ালি ডোবা রাস্তায়
খুঁজে পেলে কী আগামীর সুখের দিশা !    


বিকলাঙ্গ ইন্দ্রিয়ের অধিকারি উন্মাদ শাসক    
এ তোমার কেমন বিকৃত বাসনার নেশা
কত জন্ম রক্তে বয়ে চলেছ শয়তানি বীজ
নিধন যজ্ঞে পূর্ণ করতে চাও রক্ত পিপাসা।      
  
সোনারপুর
২৩.০১.২০২০