পুরো আস্তরের ময়লা জমেছে যাদের মনের পর্দায়
তালাবদ্ধ ঘরে জমে থাকা ধুলোর মতো
সাবান-সোডা দিয়ে যতই ঝাড়-পোঁছ করো না কেন
ওদের মনের মলিনতা দূর হবে না
ফিরবে না পুরনো ঔজ্জ্বল্য
সন্দেহের চোরকাঁটা যেখানে আমুলে আবদ্ধ
সেখানে গোলাপের ছোঁয়াতেও পায় কাঁটার আঘাত
মনো-বৈকল্যে ভুগছে যারা তাদের কাছে
ভালোবাসা প্রত্যাশা করা মানে
স্বেচ্ছায় গরম সিরিশ কাগজে ঘষা খাওয়া আর কি
তোমার নিষ্পাপ হাসিতেও ওরা খুঁজে পাবে দোষ
তোমার চাহনিতে দোষ
ত্রুটি খুঁজে পাবে তোমার প্রতিটি পদবিক্ষেপে
ভুল পাত্রে ভালোবাসা দিলে পেতে হবে গনগনে  
আগুনের ছেঁকা
এক আকাশ সুখের ঠিকানা যদি পেতে চাও--
তাকাও তমসা ভেদ করা নবীন সূর্যের দিকে
সে দেবে শক্তি, সাহস আর তেজ
তাকাও দূর্বাদলে মুক্তোর মতো ঝলমল করা
নীহার বিন্দুর দিকে
পবিত্র হাসিতে মুছে দেবে মনের বেদনা
গায়ে মাখো ভোরের দখিনা সমীর
টেনে নাও সজীব নিশ্বাস
হৃদয়ে গেঁথে নাও ফুলের হাসি
মায়াবী জোছনা মাখো চোখের পাতায়
যারা কখনো করে না আঘাত
করে না কোন প্রত্যাশা
বিলায় মুঠো মুঠো আনন্দ আর সুখ
ওদের নেই কোনো মনের অসুখ--


১৩/০৯/২০২১ ইং