মহিউদ্দিন স্যইফ - পাতা ২

মহিউদ্দিন স্যইফ
জন্ম তারিখ ২৪ মে
জন্মস্থান বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ভারত
বর্তমান নিবাস বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ভারত
পেশা সেফটি অফিসার
শিক্ষাগত যোগ্যতা ইংরেজি স্নাতক

মহিউদ্দিন স্যয়ফ আধুনিক কাব্যজগতের এক নবীন কবি। জন্ম ১৯৯৫ সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতে। প্রথম কবিতা লেখা শুরু করেন ১৩ বছর বয়সে, কবিতার বিষয় ছিল একটি কুকুর ও মানবসমাজ। তারপর সময়ের সাথে সাথে নিজেকে ঘষেমেজে একজন সফল আধুনিক কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে সেরকমভাবে জনসমক্ষে পরিচিত নন। তার কারণ হল তিনি নির্জন ও লাজুক প্রকৃতির। ওনার কবিতার বিষয় হল ঈশ্বর, আত্মবিশ্লেষণ ও প্রকৃতি। বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গে তিনি যুক্ত । "ছাড়চিঠি" ও "অনপেক্ষ" নামক প্রথমসারির কাব্য পত্রিকাতে তার কাব্য প্রকাশিত হয় নিয়মিত । তিনি প্রধানত জীবনানন্দ ও জন কীট্স দ্বারা প্রভাবিত। এছাড়া তিনি ফারসী সাহিত্যের একজন বোদ্ধা ও গুণমুগ্ধ ভক্ত । কবিতা ছাড়াও তিনি ছোটোগল্প, আলোচনাপত্র, প্রবন্ধ ও গোয়েন্দাগল্প লেখেন এবং কলকাতার বিভিন্ন শর্টফিল্মে গীতিকারের কাজ করেন।

মহিউদ্দিন স্যইফ ৭ বছর ৫ মাস হলো বাংলা-কবিতায় আছেন।


Poetry RSS

এখানে মহিউদ্দিন স্যইফ-এর ৫৫টি কবিতা পাবেন।

   
সার্চ করুন
তারিখ
শিরোনাম
মন্তব্য
১১/১
৯/১
৭/১
৬/১
৫/১ ১১