দুঃখী একলা পাখি,
দুঃখ তোমার কই রাখি।
কে যেন দিয়েছিল সাদা,
বহমান অবিরাম কষ্ট, কাঁদা,
এখন চলে মনে প্রায়শঃ,
কাটে প্রহর,
দুঃখে কাতর,
সময় নৈশ।


ঝরঝর যায় কেঁদে সুপ্ত আঁখি,
কষ্ট তোমার জমা কই রাখি?
এদিক-ওদিক চেয়ে,
এটা-সেটা দিয়ে,
কোন কিছুতেই এখন যায় না মন মানানো,
শোনো, এ যে সত্যি এক কষ্টগাঁথা, যায় না সবে জানানো।


উড়ে উড়ে আজ বড্ড ক্লান্ত সেই নিঃসঙ্গ পাখিটি,
জানে না কোথায় আছে তার প্রিয় কাঙ্খিত সঙ্গীটি।
ভেজা ঝাপসা দৃষ্টিতে দূর সমুখে রয় সে চেয়ে,
আর কতদূর যাবে বেদনাবিধুর বিরহের গান গেয়ে।