মুজিব মানে মানবতা
মুজিব মানে মুক্তি,
মুজিব মানে মহামানব
মুজিব মানে মৃত্যুঞ্জয়ী।


মুজিব মানে মন্ত্রমুগ্ধ মুক্তিকামী মুক্তিযোদ্ধা
মুজিব মানে মুক্ত মানচিত্র,
মুজিব মানে মহানুভবতার মহাসমুদ্র
মুজিব মানে মাতৃভূমির মিত্র।


মুজিব মানে মনোবল
মুজিব মানে মুখরিত মিছিল,
মুজিব মানে মাঠে-ময়দানে মহাসমাবেশ
মুজিব মানে মানুষে মানুষে মিল।


মুজিব মানে মার্চের মহাকাব্যিক মহাভাষণ
মুজিব মানে মুক্তির মাহেন্দ্রক্ষণ।


মুজিব মরেনি, মুজিব মনের মনিকোঠায়
মুক্তিযুদ্ধের মহানায়ক মুজিবকেই মানায়।


--------------------------------------------
""টাউটোগ্রাম""- টাউটোগ্রাম বলতে বুঝায়, কোনো বাক্য, কোনো অনুচ্ছেদ, কোনো রচনা কিংবা কোনো কবিতার প্রতিটি শব্দ একই বর্ণ দিয়ে শুরু হবে।


**বিস্তারিত জানার লিংক প্রথম কমেন্টে।