যে দিন আমি চলে যাবো খুঁজবে সে দিন খুঁজবে।
ভালোবাসা কাকে বলে বুঝবে সেই দিন বুঝবে।
হদর জুড়ে যা ছিলো তা দিয়েছি উজাড় করে
নিঃস্ব আমি শূর্ণ হয়ে রইলাম যে একা পড়ে ।
ভালোবাসার আকাশ আমার দেখো আঁধার কালো
আমার আলোয় তোমার আকাশ ঝলমলে এই আলো।
অপেক্ষাতে ছিলাম আমি আসবে তুমি ফিরে
আমার যতো স্বপ্ন আশা সবই তোমায় ঘিরে ।
দিন গিয়ে মাস বছর গেলো নেইতো তোমার খবর
প্রতীক্ষাটাই থাকলো আমার; দেখে যেও কবর ।


০৬ জানুয়ারি ২০০১