অপেক্ষার তারা


কোন এক নারীকে ভালবেসে
এক সন্ধা আলোয় আপ্লুত হয়ে
রচনা করে ছিলাম প্রগাঢ় এক চিঠি
চিঠি খানায় বিষদ বর্ণনা আর উপমার কোন কমতি ছিল না।
অসিম চোখ, ধিরু ঠোটের চপলতা
চুলের পেলবতা,চলনের নিক্কন
সকল ভালবাসা দিয়ে একেছিলাম।


এক সন্ধা আলোয়
বিদায় মুহূর্তে
বলতে পারিনি চিঠি খানার কথা
এখন নির্ঘুম বুকে চিঠি খানা জেগে রয়
আমি অপেক্ষার তারা গুনি উলটানো থালার মত আকাশে।


২০.৮.১৬