মানুন আর নাই মানুন,আমার কিচ্ছুটি যায় আসে না,
বিশ্বাস একান্ত ব্যক্তিগত বিষয়।
আপনি আফিম না মদ খাবেন,উভকামী বা বিষমকামী আমার বিবেচ্য নয়,
যখন অদৃশ্য সত্ত্বাকে পুঁজি করে একদল ভণ্ড ধার্মিক কন্ঠরুদ্ধ করে।
যখন পাদ্রী,পুরোহিত আলেমদ্বয় ভোগবিলাসে জীবন কাটায়,
চোর যখন সাধু সাজে,ভণ্ড যখন ধর্মের বাণী শোনায়,
আমার তখন প্রকাশ্য দিবালোকে উলঙ্গ হয়ে হাসতে ইচ্ছে করে,প্রচণ্ডবেগে প্রস্রাব আসে,
আমার মুতের উপড় ভাসে বেহায়া,নির্লজ্জের মুখ।
বিশ্বাস করুন ঘৃণার চরম ক্ষোভে হস্তমৈথুনে সুখ খুঁজি তাদের মুখকে যোনিদ্বার ভেবে।
শিশু বা পাগল ঈশ্বর বা ধর্ম কি বুঝে না,
বুঝে না কল্পিত স্বর্গ বা নরকের
অহেতুক গল্পের মিথ্যে বেসাতির ফাটকা নাটকের মানে।
তোমরা অদৃশ্য স্রস্টার পুজো করো,বাণীকে ধর্ম বলে জাহির করো,
কোটি টাকার চাকচিক্যময় মন্দির মসজিদ গড়তে পারো
অথচ অভুক্ত,অসহায় নরনারী ভিক মাগে ফটকের দ্বারে।
এই দেখে একঝাক মৃত আত্মা নালিশ করেছে,
দ্রত বিচার আইনে তোমাদের শাস্তি চায়!
ওরা বলেছে তোমাদের ফতোয়া ভুল,
তোমরা শরাব নিষিদ্ধ করেছ,
যদিও শত শরাবের ঝর্ণাধারা প্রবাহমান বেহস্তে।
তোমরা বিবাহবহির্ভূত নারীসঙ্গকে করেছ হারাম,
যদিও অজস্র হুর হেরেমে তোমার অপেক্ষায়,
তোমরা সুদকে করেছে হারাম,
যদিও সুদই জগতের চালিকা শক্তি!
ব্যবসাকে করেছ হালাল,এখানেই জগতের সকল ধাপ্পাবাজি।
বিশ্বাস একান্ত ব্যক্তিগত বিষয়।
আপনি আফিম না মদ খাবেন,উভকামী বা বিষমকামী আমার বিবেচ্য নয়,
যখন অদৃশ্য সত্ত্বাকে পুঁজি করে একদল ভণ্ড ধার্মিক কন্ঠরুদ্ধ করে।
সত্যি বলছি মাইরি,
আমার তখন প্রকাশ্য দিবালোকে উলঙ্গ হয়ে  হাসতে ইচ্ছে করে,প্রচণ্ডবেগে প্রস্রাব আসে,
আমার মুতের উপড় ভাসে বেহায়া,নির্লজ্জের মুখ।
তখন ঘৃণার চরম ক্ষোভে হস্তমৈথুনে সুখ খুঁজি তাদের মুখকে যোনিদ্বার ভেবে।