উৎসর্গ Habeeb Quadri
হয় প্রশস্ত বারো হস্ত কোনখানে মোক বেড়া দিল।
প্রভু হে, ওযুর তলে দুঃস্বপ্ন দেখছি !
শেষ পর্যন্ত মনে হয় ভাষা ছিল ভারত বাংলা মিলিয়ে
সে কি! তেলেগু নয়তো ?
হৈতেও পারে। এপাশে চিকানা, ওপাশে তেলেগু ,
কাজ সম্বন্ধে কি জানেন স্যার?
রোববারে যা রোববারই থাকে, এমন কোনো কাজ ?
দাঁড়াও। খুঁজে এনে দিচ্ছি।
দিন। সকাল বিকেল শুনছি এ বি সি ডি,
এশিয়ান বর্ন কনফিউসড দেশি
আর অন্যদিকে
দেসি সেন্টি মিলি।
কোনটা ভেক্টর জানিনা এখনো।
দেখো গিয়ে ব্যানার্জী হয়তোবা। প্যাসেজ ( Passage ) হতে হতে এসে (Essay)হয়ে গেছে।
চমৎকার অনুভূতির অনন্য প্রকাশ অনবদ্য মননশীল কাব্য পাঠে অপার মুগ্ধতা শ্রদ্ধেয় প্রিয় কবি। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা থাকলো আপনার জন্য।