The Land of light


   A song written by Raef


        You’ve blessed
        Walk the path in the
        beautiful land
        where I made close friends
  walking in the land of peace
where I find light, oh light
You have blessed my soul
know yourself
Green mountain
white beach
home away from home
Fly away, above the clouds
Everywhere I go, I feel your smile and your peace
The end of the porch of Makkah
The end of Java to Bali
In the land of light
Lake Toba then Toraja
Jogjakarta then Jakarta
In the land of light
Spend the night in a
beautiful city
Where I stayed for a while
You have blessed my soul
Know yourself
Green mountain
White beach
Home away from home
Fly away above the clouds
Everywhere I go, I feel your smiles
and your peace
I'll remember forever
All the love you shared with me
You've made our world better
Shining light that we need


The end of the porch of Makkah
The end of Java to Bali
In the land of light
Lake Toba then Toraja
Jogjakarta then Jakarta


In the land of light
The field is friendly
Hello Bandung, Lampung is beautiful
Where I stayed for a while
In the land of light
Peace be upon you and Surabaya
And all my people in indonesia
In the land of light


আলোকবর্তিকায় ভূখণ্ড


তোমায় আশীর্বাদে স্মরে
এখন হাঁটছি এ পথ ধরে  
তিলোত্তমা সে ভূখণ্ড ধাম
প্রাণ বন্ধুত্বের সকল নাম
হেঁটে যাই ছুঁয়ে সে শান্তির আলয়
পথের আলোয়, আহা , সে আলোয়
বরিষে আশীর্বাদ মম আত্মার পর
জেনো তোমার জীবন ভর
হরিৎ উপত্যকার পর
সফেদ বালুকাবেলায় তোর।


নিকেতনে হারায় বিশ্বের চরাচর , জগৎসংসার
পরিযায়ী সুর , ধবল মেঘেদের অন্ত:পুর
যেথায় ধাই, ও মোর সাঁই, পাই সেথা তোমায় , স্মিত আর সুস্থিত ছায়ায়
মক্কা নগর উপকূলপ্রান্তে যে সুর
নগরী জাভা থেকে বালির অদূর
আলোর নন্দন, আলোকবর্তিকার ভূখণ্ড সে সুদূর
জলাশয় তোবা থেকে তোরাজা
যোগজাকার্তা থেকে জাকার্তা অবধি
আলোর সে দেশের অন্তর
একরাত স্মরেছিলো সেথা
নগরী সে মোহিনীপুর
মুসাফির আমি সে পথেরই কসর
হিয়া মোর, দু'আ তে তোর , অভ্যন্তর
জেনো তোমায় , যবে সেই ভোর
হরিৎ উপত্যকায়
সফেদ বালুকাবেলায় তোর
নিকেতনে হারায় বিশ্বের চরাচর , জগৎসংসার
পরিযায়ী সুর , ধবল মেঘেদের অন্ত:পুর
যেথা ধাই, ছুঁয়ে যায়, হাসিতে তোমায় , কলরোল
আর শান্তির ছায়
স্মরিব তোমারে সদা, শ্বাশ্বতকাল
ভালবাসা তবে যবে ছুঁয়ে যায় সেথা , এ চিত্ত মোর
করেছো এ নিখিলে , আরো এক কাঠি , বেহ্তর
আলোকছটায়, যাহা মননের সায়
মক্কা নগর উপকূলপ্রান্তে যে সুর
নগরী জাভা থেকে বালির অদূর
আলোর নন্দন, আলোকবর্তিকার ভূখণ্ড সে সুদূর
জলাশয় তোবা থেকে তোরাজা
যোগজাকার্তা থেকে জাকার্তা অবধি


এই সে আলোর দেশ ,
এই তার সুরের নুপুর , হৃদ-উষ্মতায়
হেথা বানদুং, সুন্দরীতমা লামপুং
মুসাফির আমি সে পথেরই কসর
এই সে আলোর দেশ
শান্তির উত্তর তোমার শিরে তার , আর সাথে সুরাবায়া জুড়ে
সে সাথে ইন্দোনেশিয়া জুড়ে সকল  উম্মতে মোর
সেই আলোর দেশেতে , আলোর।