কার্তিক মাস এলো—
আমাদের বাংলায়,
ক্ষেত ভরা পাকা-ধান,
সুখে মন গান গায়৷
সোনাফলা মাঠ দেখে—
চোখ করে ঝলমল,
ঘরে ঘরে আনন্দে—
চেহারাটা উজ্জ্বল৷
নবান্ন উৎসবে—
গ্রামগুলো ওঠে মেতে,
বাঙালির প্রাণ নাচে,
কার্তিকে ধান ক্ষেতে৷
ভালোবাসা জমা হয়—
ঝরে পড়া কুয়াশায়,
দুঃখের দিন শেষ,
আলো পেয়ে আলেয়ায়৷
টানে গা'য় লাগে শীত
হেসে খেলে কাটে দিন,
কার্তিক বায়ু বয়ে—
যায় চলে দক্ষিণ৷
রচনাকাল— ১১-১১-২০২০