হয়তো মানুষ হতে পারেনি
মনটাও হয়তো নেই,
তবু বেঁচে থাকে জীবনের কাঁচা পাকা ঘর
যদি মানুষ হয়ে ফিরে আসে কেউ
কোনোদিন,
কখনো সুমুদ্রে জাগে ঢেউ |
সব জানালাগুলোতে আজ পেরেক মেরে
বাতাসকে যদি অবরুদ্ধ করা হয়,
যদি মানুষের বিন্দাস মন পাহাড়ের গুহায়
দূরবীন দিয়ে অনুসন্ধান করে বের করে আনে;
ব্যাক্টেরিয়ার ভিতর দিয়ে সমাজের অবক্ষয়
হয়তো সেদিনও হুজুগের মানুষ ডামাডোলে পড়ে
নিজের দাসত্বের ভাইরাল নিয়ে মাতামাতি করবে,
অতঃপর নিজের পা টা জোকের মতো ধরবে
কিংবা
গরুর মতো কান্ডজ্ঞানহীন হয়ে কাদামাটির সাথে লড়বে
অন্যের পেটে লাথি মেরে নিজের পেট ভরবে
আর এটা ওটা বলে দেশের ভাগ্য না গড়ে
নিজের ভাগ্য গড়বে |
যেটা দেখা যায়, সেটা হয়না কিংবা হয়
হয়তো যেটা সত্য কিংবা মিথ্যে সত্য নয়
আর বেল তলায় বসে নেড়া মাথায়
আজ বিক্ষিপ্ত মন থেকে দেখি.
মানুষের আয়নায় মানুষের বিচিত্র ভানুমতির অভিনয় |
সব যেন এখন মানুষের বানানো খেলা
আজ নিজের পতাকা পরম মমতায় বুকে জড়িয়ে ধরতে
মানুষের দেখি স্বার্থের ভয়
অন্যের পতাকা উড়িয়ে হয়তো পরাজয়কে
ভেবে নিতে চায় সাময়িক কেলিয়ে হাসির জয়
এটাতো বলা চলে এক ধরণের মনস্তাত্বিক অবক্ষয়;
হয়তো নয়তো, নয়তো হয়তো হয়
কেন এই আরোপিত দাসত্ব
মেনে নিতে এতো হয়
কেন বলতে পারিনা মাথা উঁচু করে
আমি বাঙালি, লাল সবুজের মাঝেই আমার পুনর্জন্ম
গর্বিত বিস্ময় |
আজ তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেই,
আজ তো হানাদার খান সেনারা নেই,
তবু সাম্রাজ্যবাদী শক্তির দাসত্বের
বাজিকরের
বাতাসে উড়ছে দেশপ্রেমিকের অন্তরালে
গাদ্দারদের সান্তনা পাবার অযৌক্তিক ঢেউ
হয়তো মোশতাক মীরজাফর আছে তাদের মধ্যে কেউ |
সবাই নাকি নিষ্পাপ
স্বার্থহীন,
তবু টাকার কাছে পদানত মাথা
জীবন আর মূল্যবোধ,
শয়তানদের কাছে নিজের অসহায় আত্মসমর্পণ
আর পর্দার আড়ালে নাটের গুরুরা
মাদক, দুর্নীতি আর জঙ্গিবাদ ছড়িয়ে চেপে ধরে বিবেকবোধ,
হয়তো হতে পারে তাদের সাজানো দাবার খেলায়
নিজের হাতেই নিজেকে হত্যার নির্মম প্রতিশোধ |
সব শালারাই নিমকহারাম
মুখে এক আর ভিতরে আরেক
নাই দেশভক্তি বালাই , মানুষের প্রতি মায়া
সব যেন সাজানো দৃশ্যের নাটক
আর নিজের কান্ধে বিবেক ঝুলিয়ে
নিজের ভৌতিক ছায়া
কে জানে কোথায় আলো আর কোথায় আলেয়া
হয়তো সেটাই নড়বড়ে দেড় ব্যাটারির পায়া |
তারপরও রাত শেষে আসে সূর্যোদয়
অচেনা শয়তানদের শানিত আলোয় চিনে নিতে হয়,
যদি আবার পড়ন্ত শহরে জীবন্ত কিংবদন্তি মানুষের জন্ম হয়
আর বিজয়ের সন্ধিক্ষণে
সততা হেঁটে হেঁটে হয়ে পড়ে নির্ভয় |
জোর গলায় তখনও চেঁচিয়ে বলি
স্বার্থহীন মানুষ চাই
দেশপ্রেমিক মানুষ চাই
কঠিন সত্যের মন চাই
স্বাধীন দেশের স্বাধীন সত্তা চাই
মাদক মুক্ত বাংলা চাই
জঙ্গিবাদ মুক্ত বাংলা চাই
দুর্নীতিমুক্ত বাংলা চাই
নিজের অস্তিত্বকে ভিতর থেকে টেনে এনে
যদি প্রয়োজন হয়
সময়ের ঘটে চড়াই উৎরাই
তবে নিজের বিচারের দাবিতে হবে নিজের বিরুদ্ধে নিজের লড়াই
তখনও দাঁড়িয়ে থাকবো শুভবোধের মানুষদের অপেক্ষায়
যদি আবার ফিরে আসে বঙ্গবন্ধু সোনার বাংলায়
আর গ্রাম থেকে গ্রাম
চিৎকার করে বলে উঠে
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম |"